গাজীপুরের রখাস্তকৃত মেয়র শ্যোন অ্যারেস্ট

09/11/2015 6:18 pmViews: 6
গাজীপুরের রখাস্তকৃত মেয়র শ্যোন অ্যারেস্ট

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে নাশকতার আরও একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

সোমবার শুনানি শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনোয়ারা বেগম তাকে গ্রেফতারের (শোন এরেস্ট) আদেশ দেন।

গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, গত ১৩ জানুয়ারি বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধ চলাকালে গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় ঢাকা বাইপাস সড়কে একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় এমএ মান্নানকে শোন এ্যারেস্ট দেখানো হয়েছে।

গত ১৪ জানুয়ারি জয়দেবপুর থানার এএসআই মো. আব্দুস সালাম বাদি হয়ে ৭৪ জনের নাম উল্লেখ করে এবং ২৫ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করেন।

জানা গেছে, জয়দেবপুর থানার এসআই মোবারক হোসেন রোববার এ মামলায় এমএ মান্নানকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন।

এমএ মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, রোববার বিচারপতি শরিফ আহম্মদ ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এমএ মান্নানকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। ফলে তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা ছিল না। সোমবার নতুন করে আরেকটি মামলায় শোন এ্যারেস্ট দেখানোর ফলে সহসাই তার মুক্তি মিলছে না।

তিনি জানান, সর্বশেষ রোববার পর্যন্ত ১৬টি মামলায় জামিন পান অধ্যাপক এমএ মান্নান। উচ্চ আদালতে সবকটি মামলায় জামিন পাওয়ার পর অন্যায়ভাবে তাকে আরও একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের সার্ডি গেইট এলাকায় যাত্রীবাহীবাসে পেট্রোলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকার বারিধারার ডিওএইচএস’র নিজ বাসা থেকে এমএ মান্নানকে গ্রেফতার করা হয়। এখনও তার মুক্তি মেলেনি।

Leave a Reply