গাজায় নৃশংসতার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ
গাজায় নৃশংসতার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ
জাতিসংঘ বলছে, গাজায় হাসপাতালগুলোতে বোমা হামলা করছে ইসরাইলি বাহিনী। তাদের নৃশংসতার প্রতিবাদে বিশ্বের দেশে দেশে প্রতিবাদ বিক্ষোভ করেছেন এবং করছেন হাজার হাজার মানুষ। তাদের দাবি অবিলম্বে যুদ্ধবিরতি করতে হবে। গাজায় জরুরি মানবিক পদক্ষেপ নিতে হবে। স্পেনের উত্তরাঞ্চলে পাম্পলোনা, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, বাগদাদ, করাচি, বার্লিন, এডিনবার্গ সহ অনেক স্থানে শনিবার এসব র্যালি হয়। ৩৫ দিন ধরে গাজায় ইসরাইল নৃশংসতা চালাচ্ছে। এতে ৪৫০০ শিশু সহ কমপক্ষে ১১০৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর বেশির ভাগই সাধারণ মানুষ। এরপরও হামলা অব্যাহত আছে। এখানে ছবিতে গাজা হামলার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ র্যালি তুলে ধরা হলো-