গর্ভপাতের হতাশায় জিয়া খানের আত্মহত্যা !
বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর ঘটনাকে আত্মত্যা বলে অভিযোগপত্র দাখিল করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। হিন্দি ছবি ‘নিশাব্দ’, ‘গাজনি’ এবং ‘হাউজফুল’- এ অভিনয় করেছেন তিনি। সাবেক প্রেমিক সুরাজ পাঞ্চোলি তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছিল বলেও তদন্তে বেরিয়ে আছে।
অভিযোগপত্রে বলা হয়, সুরাজ ও জিয়ার একে অপরকে লেখা কিছু চিঠি পাওয়া গেছে, যেগুলো থেকে জানা যায়, বাড়িতে গর্ভপাত ঘটিয়েছিলেন জিয়া আর সেজন্য থাকে চাপ দিয়েছিলেন সুরাজ। আর গর্ভপাতের কারণে তার হতাশা আরও বেড়ে যায়।
এতে আরো বলা হয়, আত্মহত্যার সময় একটি চিঠি লিখে যান জিয়া, যা বিশ্লেষণ করে বোঝা যায়, সুরাজ তার জীবন ধ্বংস করে দিয়েছিলেন। সুরাজের কারণেই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন জিয়া।
অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরাজ জিয়াকে মারধর করেছেন এমন আলামত পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। এছাড়া বলা হয়, আত্মহত্যার সময় মদ্যপান করেছিলেন জিয়া।
সিবিআই বলছে, জিয়ার লেখা তিন পাতার আত্মহত্যার চিঠিতে উঠে এসেছে সুরাজের সঙ্গে তার সম্পর্ক, তার ওপর হওয়া শারীরিক ও মানসিক নির্যাতনের কথা।
অবশ্য সেই চিঠিতে জিয়ার সই কিংবা সুরাজের নাম লেখা নেই।
মুম্বাইয়ের জুহু এলাকায় নিজ বাসভবনে ২০১৩ সালের ৩ জুন গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় জিয়া খানকে।