গফরগাঁওয়ে মিড-ডে মিল উদ্বোধন
গফরগাঁও উপজেলার কুকসাইর শাহাদাত হোসেন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শনিবার দুপুরে মিড-ডে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার মো. আমির হোসেন। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন সোহেল।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাম্মাদ হোসেন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ( দক্ষিণ) সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন ফাউন্ডেশনের অর্থায়নে বিদ্যালয়ের তৃতীয় থেকে প্রথম শ্রেণির শতাধিক শিক্ষার্থীর মধ্যে মিড-ডে কর্মসূচি চালু করা হয়েছে।