গত ১৪ বছরে যে উন্নয়ন হয়েছে, আগের ৫০ বছরেও তা হয়নি: পলক

খেজুরতলা ফুটবল মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘গত ১৪ বছরে যে উন্নয়ন হয়েছে, আগের ৫০ বছরেও তা হয়নি।’ মঙ্গলবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত খেজুরতলা ফুটবল মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।