‘গত অর্থবছরের তুলনায় রেমিটেন্স কমেছে’

01/04/2014 9:50 pmViews: 5

'গত অর্থবছরের তুলনায় রেমিটেন্স কমেছে'
ঢাকা : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গত অর্থবছরের তুলনায় চলতি বছর প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহ ৬ দশমিক ৯৩ ভাগ কমেছে।

মঙ্গলবার জাতীয় সংসদের বৈঠকে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে এ তথ্য অবহিত করেন।

মন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরে ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ৯ হাজার ২০৬ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থ বছরের তুলনায় ৬৮৫ দশমিক ৮৩ মিলিয়ন মার্কিন ডলার কম। যা মোট রেমিটেন্সের ৬ দশমিক ৯৩ শতাংশ কম।’

পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘দশম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিন মাসের অধিক সময় ধরে সংঘটিত হওয়া সহিংস কর্মকাণ্ডের ফলে দেশের অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়েছে। এর ফলে নির্বাচন পূর্ববর্তী তিন মাস ও পরবর্তী কিছু সময়ে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাধাগ্রস্ত হয়েছে। এ সব ক্ষতির কারণে চলতি অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।’

মন্ত্রী বলেন, ‘সহিংস ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি পুরোপুরি পূরণ করা সম্ভব নয়। তবে সরকার গত চার বছর অর্জিত উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার জন্য কৃষি, শিল্প ও ব্যবসায়ীদের উৎপাদন ও রফতানি পর্যায়ে কিছু রাজস্ব আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে।’

Leave a Reply