গণমাধ্যমের গাড়িতে বোমা হামলায় ডিআরইউ’র নিন্দা

27/10/2013 6:36 pmViews: 10

dru...প্রতিবেদক: গণমাধ্যম কার্যালয়ের সামনে এবং সাংবাদিকদের বহনকারী গাড়িতে বোমা হামলার নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা রোববার এক বিবৃতিতে বলেন- শনিবার একাত্তর টিভি, দেশ টিভি, এটিএন বাংলা, মাই টিভি, ভোরের কাগজ কার্যালয়ের সামনে বোমা হামলা এবং রোববার চ্যানেল ২৪ ও এটিএন নিউজের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে।

নেতৃবৃন্দ এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহে দায়িত্বরত সাংবাদিকদের সহযোগিতা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

Leave a Reply