গণনা বন্ধ করুন- ট্রাম্পের

05/11/2020 11:21 pmViews: 2

গণনা বন্ধ করুন-

ট্রাম্পের

ট্রাম্পের টুইট: ‘গণনা বন্ধ করুন’ – ছবি – সংগৃহীত


যুক্তরাষ্ট্রে ভোটের গণনায় দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে দূরত্ব যখন কমছে, তখন প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেছেন: `গণনা বন্ধ করুন।’

বুধবার তার ভাষণে ট্রাম্প এই নির্বাচনকে মার্কিন জনগণের ওপর এক জালিয়াতি বলে বর্ণনা করেন। এবং সব ভোট বন্ধ করার ডাক দেন, যদিও পরিকল্পিত জালিয়াতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ভোট গণনা বন্ধ করার আশায় ট্রাম্প প্রচারণা দল বেশ কয়েকটি রাজ্যে মামলা দায়ের করেছে। তবে কথিত জালিয়াতি বা কারচুপির ওপর কোনো প্রমাণ তারা দাখিল করেনি।

তারা উইসকনসিনেও পুন:গণনার দাবি করছে। নেভাদার রিপাবলিকান পার্টিও বলছে যে ভোট জালিয়াতির অভিযোগে তারা মামলা করতে যাচ্ছে।

তাদের দাবি, প্রায় ১০ হাজার লোকের ভোট পড়েছে যারা ওই অঙ্গরাজ্যের বাসিন্দাই না।

রিপাবলিকান পার্টির কৌশল প্রণয়নকারীদের একজন সেথ ওয়েদার্স বিবিসিকে বলেছেন, ট্রাম্প চাইছেন গণনা প্রক্রিয়ায় রিপাবলিকানদের অধিকতর পর্যালোচনার সুযোগ দেয়ার আগে সব গণনা বন্ধ রাখা হোক।

ট্রাম্প ভোট গণনায় জালিয়াতির অভিযোগ তুলেছেন – কিন্তু কোনো প্রমাণ আছে কি

প্রেসিডেন্ট ট্রাম্পের ভোট জালিয়াতির অভিযোগ খতিযে দেখেছে বিবিসি’র রিয়েলিটি চেক টিম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই নির্বাচন ‘আমেরিকান জনগণের প্রতি জালিয়াতি।

তিনি বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো। আমরা চাই ভোট গ্রহণ যেন বন্ধ করা হয়।” ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে বড় সংখ্যক ভোট এখনো গণনা করা বাকি, যা নির্বাচনের ফলকে যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারে। জালিয়াতির অভিযোগ তুললেও ট্রাম্প কোনো নির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি। আর পূর্ববর্তী নির্বাচনগুলোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ভোট গণনার ক্ষেত্রে জালিয়াতি খুবই বিরল।

ট্রাম্প বারবার এই অভিযোগ তুলেছেন যে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে – করোনাভাইরাস মহামারীর কারণে এবার যেটির বিস্তৃত প্রয়োগ হয়েছে – ব্যাপক আকারে জালিয়াতি হতে পারে।

এছাড়া জালিয়াতির আর যা অভিযোগ উঠেছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় অপ্রমাণিত গুজব।

সূত্র : বিবিসি

Leave a Reply