‘গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করলে উগ্রবাদী শক্তির উত্থান ঘটবে’
‘গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করলে উগ্রবাদী শক্তির উত্থান ঘটবে’
রাজনৈতিক দলগুলোকে মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত এবং গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করলে উগ্রবাদী শক্তির উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বলেছেন, সরকার রাজনৈতিক দলগুলোকে মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত করছে। গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করে দিলে দেশে নাশকতা ও সন্ত্রাসের ঘটনা ঘটতে পারে। এতে দেশে উগ্রবাদী শক্তির আবির্ভাব হবে। এর ফলে সরকারই দায়ী থাকবে। আজ বাদ আসর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলার প্রয়াত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আত্মার মাগফিরাত কামনায় ঢাকা মহানগর বিএনপি আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। মওদুদ আহমদ নেতা বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক ও মধ্যপন্থি রাজনৈতিক দল। কিন্তু সরকার বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছে। সব রাজনৈতিক দলকে পূর্ণ রাজনীতি চর্চার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ দেখতে চাই। যেখানে রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করতে পারবে। পিন্টুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে মওদুদ আহমেদ বলেন, পিন্টুর আকস্মিক মৃত্যু আমাদের সবাইকে মর্মাহত করেছে। তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়। পিন্টুর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, তার মৃত্যুকে ঘিরে জনগণের মনে যেসব প্রশ্ন জেগেছে সরকারের উচিত তা নিরসন করা। তার মৃত্যুর ঘটনায় আমরা সরকারের কাছে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি। পিন্টুর মৃত্যুকে ঘিরে কোন ষড়যন্ত্র আছে কিনা তাও এই কমিটি খতিয়ে দেখতে পারবে। ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবীব-উন-নবী খান সোহেল বলেন, পিন্টুর মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। এ ঘটনার পিছনে যারাই কুশীলব হিসেবে কাজ করছে একদিন তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। দোয়া মাহফিলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীমসহ ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নাসির উদ্দিন পিন্টুর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।