গণতন্ত্র শক্তিশালী করতে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন
মঙ্গলবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, সোমবার মন্ত্রিসভায় জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনও দলীয়ভাবে করার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তকে সরকারের দুরভিসন্ধি বলে দাবি করেছে বিএনপি।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্থানীয় নির্বাচনে মারামারি হওয়ার প্রশ্নই আসে না। এ পদ্ধতিতে নির্বাচন হলে সংঘাত হবে না। বরং নির্বাচনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হবে। অথচ বিএনপি বলছে, এটা সরকারের দুরভিসন্ধি। আসলে সবকিছু বিএনপি এমন দৃষ্টিতেই দেখে। কেউ যদি ভালো কাজকে অসৎ ভাবে, তাহলে তো তাদের চোখে আমরা অস্ত্রপচার করতে পারব না।
কেন দলীয় প্রতীকে নির্বাচন প্রয়োজন এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সবাই দলের প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা বলে। বাড়ি বাড়ি গিয়ে ভোটও চাচ্ছে দলীয় পরিচয়ে। এটা আমরা ওপেন করে দিচ্ছি। প্রার্থীরা দলীয় পরিচয়েই নির্বাচন করবে। তৃণমূল পর্যায়ে উৎসবের মধ্য দিয়ে নির্বাচন হবে।