গণতন্ত্র রক্ষায় সকলে ঐক্যবদ্ধ হোন: মির্জা ফখরুল

09/02/2016 7:24 pmViews: 8
গণতন্ত্র রক্ষায় সকলে ঐক্যবদ্ধ হোন: মির্জা ফখরুল
 
গণতন্ত্র রক্ষায় সকলে ঐক্যবদ্ধ হোন: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র রক্ষা ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনিয়েছেন।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলন উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান এতে সভাপতিত্ব করেন।
মির্জা ফকরুল বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এমনভাবে আচরণ করছেন, জনগণের উপর নির্যাতন চালাচ্ছে তাতে গোটা দেশের মানুষ অস্থির হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে নিজেদের নির্বাচিত ঘোষণা করা একটি সরকার দেশ ও জনগণের উপর চেপে বসেছে। এ সরকার নির্বাচিত সরকার নয়, তারপরও দেশের জনগণের উপর আইন কানুন ও শাসন চাপিয়ে দিচ্ছে।’
এ সময় তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষা ও ভোটের অধিকার ফিরে পেতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
এতে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শাহজাহান, বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply