‘গণতন্ত্র-উন্নয়ন সহ্য হয় না বিএনপি-জামায়াতের’

12/01/2016 8:14 pmViews: 6
‘গণতন্ত্র-উন্নয়ন সহ্য হয় না বিএনপি-জামায়াতের’
গণতন্ত্র ও উন্নয়ন বিএনপি-জামায়াত জোটের সহ্য হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারের দুই বছর পূর্তিতে মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি-জামায়াত জোট সারা দেশে যে ঘৃন্য ও পৈশাচিক সন্ত্রাস চালায়, তা কোনোদিন বিস্মৃত হওয়ার নয়।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের ওই নৃশংসতা ১৯৭১ সালে পাকিস্তানি হায়েনা ও তাদের দোসরদের নির্মমতার সঙ্গেই কেবল তুলনা করা যায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস-বোমাবাজি উপেক্ষা করে সেদিন আপনারা গণতন্ত্রকে বিজয়ী করেছিলেন। কিন্তু গণতন্ত্র ও উন্নয়ন বিএনপি-জামায়াত নেতৃত্ব সহ্য করতে পারে না। মানুষ শান্তিতে থাকবে, হাসিমুখে জীবনযাপন করবে, তা ওদের সহ্য হয় না।’

৫ জানুয়ারি নির্বাচনের এক বছর পূর্তিতে বিএনপি-জামায়াতের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের জনসমর্থন পায়নি বলে ব্যর্থতার বোঝা নিয়ে আদালতে হাজিরা দিয়ে বিএনপি চেয়ারপারসন নাকে খত দিয়ে বাড়ি ফিরেছিলেন।’

এ সময় শেখ হাসিনা বলেন, ‘অগ্নি-সন্ত্রাসীদের আটক করে বিচারের আওতায় আনা হয়েছে। তাদের বিচার কাজ চলছে। যারা আপনাদের আপনজনকে কেড়ে নিয়েছে, জানমালের ক্ষতিসাধন করেছে, সেই অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে।’

প্রসঙ্গত, প্রধান বিরোধী দল বিএনপিসহ তিন-চতুর্থাংশ দলের বর্জনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে টানা দ্বিতীয়বার সরকার গঠন করেন শেখ হাসিনা। সরকারের এক বছর পূর্তিতে ২০১৫ সালে লাগাতার অবরোধ ডেকেছিল বিএনপি জোট।

Leave a Reply