গণতন্ত্র উত্তরণে বিএনপি সহযোগিতা চাইবে

07/06/2015 11:48 amViews: 12
গণতন্ত্র উত্তরণে বিএনপি সহযোগিতা চাইবে

০৭ জুন, ২০১৫

বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মধ্যে আজ রোববার বৈঠক হচ্ছে। বিএনপির একটি সূত্র দাবি করেছে, বিকাল ৪টায় হোটেল সোনারগাঁওয়ে প্রায় ৩৫ মিনিট স্থায়ী হবে মোদি-খালেদা জিয়ার বৈঠক। এরমধ্যেই চা চক্র চলাকালে দুই নেতার মধ্যে একান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, বিকাল ৪টায় বৈঠক অনুষ্ঠিত হবে। তবে অপর একটি সূত্র জানায়, বৈঠকসংক্রান্ত সবকিছুই অতি গোপনীয়তার সঙ্গেই করা হচ্ছে।

সংশ্লিষ্ট নেতারা জানান, ইতিবাচক মনোভাব নিয়ে মোদির সঙ্গে খালেদা জিয়া বৈঠকে বসবেন। বিশেষ কোনো দলের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ভারত, মোদির এই বক্তব্যের সঙ্গে বিএনপিও একমত পোষণ করবে। এছাড়া বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারত সরকারের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশাসহ গণতন্ত্রের সংকট উত্তরণে ভারত সরকারের সহযোগিতা চাইতে পারেন খালেদা জিয়া।

সূত্র জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির অনুষ্ঠিত একতরফা জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে ভারতের তৎকালীন কংগ্রেস সরকারের প্রশ্নবিদ্ধ ভূমিকা বিশেষ করে ওই নির্বাচনের আগে বাংলাদেশ সফরকালে সেদেশের পরাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের কর্মকাণ্ডসহও মোদির কাছে তুলে ধরার চিন্তাভাবনা রয়েছে। এছাড়া সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিগত আন্দোলনে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, সিনিয়র নেতাদের গ্রেফতারসহ সরকারের অগণতান্ত্রিক আচরণগুলো দলের পক্ষ থেকে তুলে ধরা হবে। কোনো সন্ত্রাসীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের সুযোগ না দেয়া, সন্ত্রাস ও জঙ্গিদের বিরুদ্ধে একযোগে কাজ করার প্রতিশ্র“তি দেবেন খালেদা জিয়া।

ভারতের শিলংয়ে খোঁজ পাওয়া দলের যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের প্রসঙ্গটিও মোদির কাছে তুলে ধরবেন খালেদা জিয়া। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য অনুরোধ করা হতে পারে। এছাড়া দ্বিপক্ষীয় সংকট নিরসনে মোদি সরকারের আন্তরিক সহযোগিতা চাইবে বিএনপি। এর মধ্য রয়েছে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান, বাণিজ্য ঘাটতি কমানো, সীমান্তে শান্তি প্রতিষ্ঠা।

সূত্র জানায়, খালেদা জিয়া ৬/৭ জনের একটি প্রতিনিধি দল নিয়ে মোদির সঙ্গে বৈঠকে বসবেন। প্রতিনিধি দলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল আউয়াল মিন্টুর থাকার সম্ভাবনা রয়েছে। তবে তরিকুল ইসলাম ও আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে ভারতের ঘনিষ্ট সম্পর্ক থাকলেও তাদের নামে মামলা থাকায় তারা শেষ পর্যন্ত এই প্রতিনিধি দলে নাও থাকতে পারেন। সে ক্ষেত্রে ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীর নামও শোনা যাচ্ছে। জানা গেছে, নরেন্দ্র মোদির জন্য কিছু উপহার সামগ্রী কেনা হয়েছে- যা বৈঠকের সময় খালেদা জিয়ার পক্ষ থেকে তুলে দেয়া হতে পারে। অথবা ভারতীয় হাইকমিশনের মাধ্যমে মোদির কাছে পৌঁছে দেয়া হতে পারে। বিএনপির এই প্রতিনিধি দলে খালেদা জিয়ার সঙ্গে দলের কোন কোন নেতা বা বিশেষজ্ঞরা থাকবেন শনিবার বিকাল পর্যন্ত তা চূড়ান্ত করা হয়নি। তবে বিভিন্ন দিক বিচার-বিশ্লেষণ করে রাতে প্রতিনিধি দলের পুরো তালিকা চূড়ান্ত করবেন খালেদা জিয়া।

Leave a Reply