গণতন্ত্রের স্বার্থে দেশে অতিদ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন : খালেদা জিয়া

19/04/2014 3:25 pmViews: 6

 

 

ঢাকা, ১৯ এপ্রিল  : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশে অতিদ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন। ক্ষমতা থেকে এই সরকারকে বিদায় নিতেই হবে। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কাউন্সিলে এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। দেশে গণতন্ত্র নেই বলে গুম-হত্যাসহ নানা অন্যায় অবিচার চলছে।

তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান অবৈধ সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না। তাদের অচিরেই বিদায় নিতে হবে। সরকার পতনের আন্দোলন কেউ ঠেকাতে পারবে না।

খালেদা জিয়া বলেন, এরশাদকে সঙ্গে নিয়ে পার পাবে না আওয়ামী লীগ। এই সরকারকে দ্রুত বিদায় নিতে হবে এবং জনগণের কাছে হিসাব দিতে হবে।

তিনি বলেন, পুলিশ বিভাগ, বিচার বিভাগ, পাবলিক প্রশাসনসহ সব কিছুই এরা দলীয়করণ করেছে।

খালেদা জিয়া বলেন, সরকারের দলীয়করণ ও স্বজনপ্রীতির জন্য গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের ৫ বছরে নতুন কোনো শিল্প কল-কারখানা হয়নি।

এর আগে ১২টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সঙ্গীতের পর বেগম খালেদা জিয়া বেলুন ও কবুতর উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন তিনি।

Leave a Reply