‘গণতন্ত্রের পরিসরে প্রবেশ করতে নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি’
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জেনেও শুধু গণতন্ত্রের সামান্যতম পরিসরে প্রবেশ করতে পৌর নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি।’
রবিবার সন্ধ্যা সাতটার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন শাসক দলকে খুশি করার জন্য কাজ করছে। এ অবস্থা চলতে থাকলে জনগণের ধাওয়া থেকে নির্বাচন কমিশন রক্ষা পাবে না।’
রিজভী অভিযোগ করে বলেন, ‘৩০ ডিসেম্বরের নির্বাচনে অধিকাংশ পৌরসভাগুলো কেড়ে নিয়েছে সরকারি দল। ওই দিন স্থগিত হওয়া পৌরসভাগুলোর নির্বাচন ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই পৌরসভাগুলোতে বিএনপির প্রার্থী ও সমর্থকদের হয়রানি করা হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে।’
এতে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অ্যাডভোকেট রেহানা খানম বিউটি ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ উপস্থিত ছিলেন।