গণজাগরণ মঞ্চের গাড়ি বহরে আবারো হামলা

17/01/2014 9:28 pmViews: 5
গণজাগরণ মঞ্চের গাড়ি বহরে আবারো হামলা
বগুড়া : গণজাগরণ মঞ্চের রোড মার্চের গাড়ি বহরে আবারো হামলা হয়েছে। শহরে আসার পথে বগুড়ার শাজাহানপুর উপজেলায় দ্বিতীয় দফায় ককটেল হামলা হয়েছে। শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে বগুড়া শহরের সাতমাথায় স্থাপিত গণজাগরণ মঞ্চে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়ি বহরটি শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গণজাগরণ মঞ্চের গাড়ি বহর বগুড়া শহরের দিকে যাওয়ার সময় ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা এলাকায় দুর্বৃত্তরা গাড়ি বহর লক্ষ্য করে ৬-৭টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে । এসময় গাড়ি বহর দ্রুত শহরের দিকে চলে আসে। তবে শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল হাসান ককটেল হামলার বিষয়টি অস্বীকার করেছেন।

প্রথম দফা হামলা হয় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায়। এসময় দুর্বৃত্তরা গাড়ি বহর লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গণজাগরণ মঞ্চের দুই কর্মী আহত হয়েছেন।

Leave a Reply