গণকমিশন ও ১৯ জনের অর্থের উৎস খুঁজতে দুদকে স্মারকলিপি

24/05/2022 4:23 pmViews: 5

এবার গণকমিশন ও ১৯ জনের অর্থের উৎস খুঁজতে দুদকে স্মারকলিপি

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্ত কমিশন গণকমিশনের অর্থের উৎস ও দুটি সংগঠনের সদস্যদের সম্পদের অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) স্মারকলিপি দিয়েছেন ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশ নামের একটি সংগঠন। একইসঙ্গে সংগঠনটি স্বারকলিপিতে তিন দফা দাবিসহ ১৯ জনের সম্পদের উৎস, ব্যাংক হিসাব, স্থাবর-অস্থাবর সম্পদ সম্পর্কে অনুসন্ধানের জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে দুদকের সচিব মো. মাহবুব হোসেনের কাছে তারা এই স্মারকলিপি দেন।
সংগঠনটির ৩ দফা দাবি হচ্ছে- এক. ১৯৯২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়-ব্যয়ের হিসাব ও তহবিলের উৎস সম্পর্কে  অনুসন্ধান। দুই. একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দের নামে থাকা সম্পদের উৎস ও আয় আয়-ব্যয়ের হিসাব অনুসন্ধান। তিন. বাংলাদেশ মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত গনকমিশন এর শ্বেতপত্রসহ অতীতে তাদের প্রকাশিত শ্বেতপত্রের আর্থিক জোগান ও আয়-ব্যয় সম্পর্কে অনুসন্ধান। সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে ১১ জনের একটি প্রতিনিধিদল এ স্মারকলিপি দেন দুদকে। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মো. নাজমুল হক, সদস্য মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা মনসুরুল হক, মাওলানা আবুল কাশেম আশরাফী, মাওলানা রিয়াদুল ইসলাম, মুফতি আব্দুর রাজ্জাক কাশেমী, মুফতি ওয়াহিদুল আলম, মুফতি আব্দুর রহিম কাশেমী, আলহাজ ফজলুল হক ও হাফেজ মাওলানা মোতাহার উদ্দিন প্রমুখ।

Leave a Reply