গণঅধিকার পরিষদের মিছিলে পুলিশী হামলার অভিযোগ

04/03/2022 10:50 pmViews: 4

গণঅধিকার পরিষদের মিছিলে পুলিশী হামলার অভিযোগ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণ সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ। শুক্রবার বিকাল তিনটায় সেখানে সমাবশে হওয়ার কথা থাকলেও পুলিশী বাধায় সমাবেশ করতে পারেনি তারা। পরে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে রওনা দেয় দলটির নেতাকর্মীরা। মিছিল নিয়ে যাওয়ার সময় শাহবাগ মোড়ে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ মিছিলে হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক আবু হানিফ মানবজমিনকে বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিলো কেন্দ্রীয় শহীদ মিনারে। কিন্তু পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে রাখায় সমাবেশ করা সম্ভব হয়নি। পরে মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে যাওয়ার সময় শাহবাগ মোড়ে পুলিশ আমাদের মিছিলে হামলা চালায় এবং ব্যাপক লাঠিচার্য করে।

Leave a Reply