খোলামেলা নায়িকা প্রভা!

22/09/2013 11:18 amViews: 18

Provabg2120130921043337
বিনোদন প্রতিবেদক: খোলামেলা নায়িকা হিসেবে মলির চাহিদা একটু বেশি দর্শকের কাছে। তাই তার হাতে কাজও বেশি। একদিন যুবক দর্জি সিরাজ তার মাস্টারের অসুস্থতার জন্য জামার মাপ আনতে যায় নায়িকার বাড়িতে। সিরাজ নায়িকার কাছাকাছি এসে যখন তার বুকের মাপ নিবে তখনই বুঝতে পারে সিরাজের হাত কাপছে।

জনপ্রিয় নায়িকা মলির পতন হতে থাকে একটা সময়। বাড়তে থাকে দেনা। অর্থ সংকট বেড়ে যায় তার। সিরাজ তার পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এরকম একটি গল্প নিয়ে তৈরি হয়েছে একক নাটক ‘বাটার ফ্লাই অ্যান্ড দ্য ব্ল্যাক হোল’। সুমন আনোয়ারের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রাজিব হাসান।

আর এ নাটকে নায়িকা মলি চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। নাটকটিতে আরো অভিনয় করেছেন সাব্বির আহম্মেদ, অবিদ রেহান, শেলি হাসান, উজ্জ্বল মাহামুদ, ফরহাদ লিমন প্রমুখ। আসছে ঈদে নাটকটি প্রচারের কথা রয়েছে।

Leave a Reply