খোলামেলা এরাবিয়ান পোশাকে মল্লিকা
দীর্ঘদিন পর নতুন ছবির একটি আইটেম গানে পারফরম করতে যাচ্ছেন বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী মল্লিকা সারাওয়াত। এরই মধ্যে এই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান। এখানেই একটি আইটেম গানে বেশ খোলামেলা হয়ে হাজির হবেন মল্লিকা। এর আগে একাধিক আইটেম গানে কাজ করেছেন তিনি। সর্বশেষ করা তার ‘জালেবি বাই’ শীর্ষক আইটেম গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। তবে তারপর থেকেই কাজ কমিয়ে দিয়েছেন মল্লিকা। দীর্ঘ সময় ধরে বলিউডের নতুন ছবিতে দেখা যায়নি এই অভিনেত্রীকে। গত বছর মল্লিকা অভিনীত কোন ছবিই মুক্তি পায়নি। সব মিলিয়ে তাই প্রায় দেড় বছর পর বলিউডে ফিরছেন তিনি। কমেডিনির্ভর এই ছবিতে তাকে দেখা যাবে আরশাদ ওয়ারসির বিপরীতে। ছবির একটি বড় আয়োজনের আইটেম গানে খোলামেলা পোশাকে পারফরম করবেন তিনি। মূলত এই আইটেম গানটি দৃশ্যায়নের মধ্য দিয়েই ছবিটির কাজ শুরু হবে। গানটিতে ৮০ জন নৃত্যশিল্পীর সঙ্গে নাচবেন মল্লিকা। সঙ্গে থাকবেন কোরিওগ্রাফার গনেশ আচার্য্য। গানটি এরাবিয়ান ঘরানার। গানের কোরিওগ্রাফিতেও থাকবে এরাবিয়ান ছাপ। এ বিষয়ে তিনি বলেন, অনেকদিন পর নতুন ছবির কাজ করছি। আইটেম গানের শুটিংয়ের মাধ্যমে ফিরছি বলে ভাল লাগছে। অনেকটা এরাবিয়ান ঢংয়েই গানটির শুটিং হবে আগামী সপ্তাহে। এর আয়োজন অনেক ভাল। আর গনেশ জি’র কোরিওগ্রাফিরতো জবাব নেই। আমি আশাবাদী গানটি নিয়ে। আমার অন্য আইটেম গানগুলোর মতো করে এটিও সবাই পছন্দ করবে বলে বিশ্বাস।