খোলামেলায় প্রিয়াংকা
প্রিয়াংকা চোপড়া নিজের গাওয়া ‘এক্সোটিক’ গানটিতে ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হন। গানটির মাধ্যমে গায়িকা হিসেবেও ভাল জনপ্রিয়তা পান প্রিয়াংকা। সর্বশেষ থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানে সর্বোচ্চ পারিশ্রমিকে নেচেছেন তিনি।
এদিকে নতুন বছরের শুরুতেই আবারও একটি চুমোদৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আলোচনায় এলেন প্রিয়াংকা। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। কারণ, এর আগে অনেক ছবিতেই চুমুদৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। খোলামেলা হয়ে কাজ করতেও কখনও আপত্তি করেননি।
তার হঠাৎ চুমুদৃশ্য প্রিয়াংকার এমন আপত্তিকে রহস্য ঘনীভূত হয়েছে। বর্তমানে প্রিয়াংকা শুটিং করছেন ‘এতরাজ-২’ ছবির। ছবিতে আরও রয়েছেন অক্ষয় কুমার ও কারিনা কাপুর। এ ছবিতেই অক্ষয়ের সঙ্গে চুমুদৃশ্য করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রিয়াংকা। অথচ এর আগে অনেক ছবিতেই অক্ষয়ের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে এই অভিনেত্রীকে। বিষয়টি নিয়ে একটি চ্যানেলে সংবাদ প্রচারের পর বেশ চটেছেন প্রিয়াংকা।
এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আমিতো অভিনেত্রী। আমার ভাল না লাগলে সেই দৃশ্যে আপত্তি করতেই পারি। এটা নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশের অবকাশ নেই। কিন্তু সম্প্রতি সেটাই করেছে একটি চ্যানেল। আমি সেই চ্যানেল কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলেছি। না হয় অন্য ব্যবস্থা গ্রহণ করবো। তবে এটা সত্যি, ‘এতরাজ-২’ ছবিতে একটি চুমোদৃশ্যে কাজ করতে আমি রাজি হইনি। আমি দৃশ্যটি যথাযথ ও উপযুক্ত মনে করিনি। তাই করিনি, ব্যাস।