খোকা-মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

05/03/2015 11:25 pmViews: 11

খোকা-মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাঢাকা : রাজধানীর গুলশান থানায় বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গুলশান থানার অপারেশন অফিসার এসআই সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১০।

তাদের বিরুদ্ধে সরকার উৎখাতের অভিযোগ আনা হয়েছে (ধারা ১২১/এ এবং ১২৪/এ)।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করার জন্য পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অনুমতি মেলার পর বৃহস্পতিবার রাতে গুলশান থানায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে।’

Leave a Reply