খেতে পারলে নির্বাচন নিয়ে ভাববে না জনগণ: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, “দেশের মানুষ যদি শান্তিতে থাকতে পারে তাহলে ইলেকশন ভালো হলো, না মন্দ হলো তা দেখবে না। মানুষ দুবেলা ভালো খেতে-পরতে পারলে ইলেকশন বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু ভাববে না। তারা ভালো থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। আমাদেরও এটাই প্রধান লক্ষ্য ছিল, সে লক্ষ্য পূরণ হয়েছে। শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এখন সরকারকে দুর্নীতি মুক্ত রেখে এগিয়ে যেতে হবে।”
শনিবার দুপুরে বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে রাজশাহী ও রংপুর বিভাগের খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
খাদ্য মন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি ও সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তায় কোনো দুর্নীতি ও সিন্ডিকেট মেনে নেয়া হবে না। মতবিনিময় সভায় তিনি রাজশাহী ও রংপুর বিভাগে আরো খাদ্য গুদাম নির্মাণ এবং সংস্কার ও মেরামতের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই সঙ্গে শিগগিরই খোলা বাজারে চাল ও আটা সরবরাহ করা হবে বলে উল্লেখ করেন তিনি।
মতবিনিময় আরো বক্তৃতা করেন, খাদ্য সচিব মুশফিকা ইকফাত, যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমান, বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী প্রমুখ।