খুলনায় পেশাজীবী সমাবেশ ‘ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে’

06/12/2020 10:42 pmViews: 21

খুলনায় পেশাজীবী সমাবেশ ‘ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নব নির্বাচন সহ-সভাপতি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মো. রাশিদুল ইসলাম ও নির্বাহী সদস্য দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিনকে সংবর্ধনা ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে দুই সাংবাদিক নেতার সংবর্ধনা ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেছেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে। সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মিথ্যা ও সাজানো পাতানো মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক ও অন্যান্য পেশাজীবীদেরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন, খুলনা এই দুই সাহসী কলমযোদ্ধা বিগত দিনের ন্যায় আগামীতেও অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে লেখনীর মাধ্যমে তাদের সাহসী ভূমিকা অব্যাহত রাখবে। শনিবার সকালে নগরীর ইকবাল নগরস্থ পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে সংবর্ধনা ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা এমইউজে সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি, সম্মিলিত পেশাজীবী পরিষদ খুলনার আহবায়ক ও খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাযহারুল হান্নান।

বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয় এবং কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিএফইউজের সাবেক সিনিয়র সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন ও সাবেক নির্বাহী সদস্য অধ্যাপক শেখ দিদারুল আলম, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সাবেক সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি এডভোকেট এসএম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, খুলনা মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক এডভোকেট মো. বাবুল হাওলাদার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের খুলনা শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনার সমন্বয়কারী এডভোকেট মোমিনুল ইসলাম, শিক্ষক নেতা এমএ মান্নান বাবলু, এমইউজের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, খুলনা প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী, বিআরডিবির সাবেক উপ-পরিচালক রুস্তুম আলী হাওলাদার, সাংবাদিক নেতা মাহবুব রহমান প্রমুখ। সংবর্ধিত অতিথিদ্বয়কে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী সহ খুলনার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া তাদেরকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজার পক্ষ থেকে এ সময় সংবর্ধিত অতিথিদ্বয়কে শুভেচ্ছা উপহার তুলে দেন দৈনিক সমকালের খুলনা অফিসের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়। উল্লেখ, গত ১৪ই নভেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত পেশাজীবী সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের নির্বাচনে তারা বিজয়ী হয়েছেন।

Leave a Reply