খুলনার সাবেক মেয়র তৈয়েবুর রহমান আর নেই
খুলনার সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট শেখ তৈয়েবুর রহমান (৮২) আর নেই। শুক্রবার রাত ১১টার দিকে খুলনার নারগিস মেমোরিয়াল ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। শুক্রবার রাত পৌনে ১১টায় মহানগরীর গগনবাবু রোডের নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তৈয়েবুর রহমানকে পাশের নারগিস মেমোরিয়াল ক্লিনিকে নেয়া হয়। সেখানে প্রায় ১০ মিনিট থাকার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তৈয়েবুর রহমানের তিন মেয়ে ও এক ছেলে। ছেলে ঢাকায় এবং তিন মেয়ে দেশের বাইরে থাকেন। মৃত্যুর সময় তার স্ত্রী পাশে ছিলেন।