খুলনার মিস সুন্দরী পিয়া হোটেল ম্যানেজার

17/10/2013 8:03 amViews: 9

6541125845554২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর থেকেই মডেলিং এ পথ চলা শুরু জান্নাতুল ফেরদৌস পিয়ার। এরপর র‌্যাম্প মডেলিং, নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন সমান তালে।

ক্যারিয়ারের সাফল্যে আরো একটু আলোর ছটা লাগে রেদওয়ান রনির পরিচালনায় ‘চোরাবালি’ ছবিতে অভিনয় করে।

বর্তমানে আরো দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পিয়া। এরমধ্যে আশিকুর রহমানের ‘গ্যাংস্টার রিটার্নস’ এর শুটিং চলছে। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার অভিনেতা অপূর্ব। পাশাপাশি আহম্মদ আলী মন্ডলের ‘প্রবাসীর প্রেম’ ছবিতেও অভিনয় করছেন। এই ছবির শুটিংয়ের জন্য ১৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন পিয়া। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন নিরব।

এ বিষয়ে পিয়া বলেন, ‘ এ মাসের ১৫ তারিখে পুরো ২৫ দিনের শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। আর ১২-১৪ সেপ্টেম্বর কক্সবাজারে ‘গ্যাংস্টার রিটার্নস’ এর শুটিং করব। বর্তমানে ভীষণ ব্যস্ত সময় পার করতে হচ্ছে আমাকে। আমি আমার কাজগুলো ভালোভাবে শেষ করতে চাই।’

পিয়ার দক্ষিণ আফ্রিকায় শুটিং শুরু হতে যাওয়া ‘প্রবাসীর প্রেম‘ ছবিটি নিয়ে জানতে চাইলে পিয়া আরো বলেন, ‘ এ ছবির পুরো কাজটায় বাইরে হচ্ছে। এখানে আমার বিপরীতে অভিনয় করছেন নিরব। তাকে গল্পে একটি হোটেলের বয় এবং আমাকে একই হোটেলের হিসাব ম্যানেজার হিসেবে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি রোমান্টিক ও অ্যাকশন ঘরাণার। আশা করছি, সবার ভালোলাগবে।’

খুলনায় বেড়ে উঠা পিয়া অভিনয়ের বাইরে আইন বিষয়ে পড়াশুনা করছেন। অভিনয় দিয়ে এবং ভালো কাজের মাধ্যমে এগিয়ে যেতে চান। আমাদেরও সেই প্রত্যাশা রইল।

Leave a Reply