খালেদ মাহমুদ ফের ম্যানেজার
খালেদ মাহমুদ ফের ম্যানেজার
অবশেষে ফের জাতীয় দলের ম্যানেজার হিসেবে ফিরছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। নিউজিল্যান্ড ও ভারত সফরে তার পরিবর্তে লজিস্টিক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্রিকেট অপারেশন কমিটির ম্যানেজার সাব্বির খান। সুজনের ম্যানেজার হয়ে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমিই এই সিরিজে (বাংলাদেশ-শ্রীলঙ্কা) ম্যানেজার হিসেবে থাকছি। বোর্ড থেকে এটাই বলা হয়েছে এবং কোচও তাই বলেছেন। আমি বাংলাদেশ দলের হয়ে কাজ করতে গর্ব বোধ করি। যদি দলের সঙ্গে আমার থাকাটা গুরুত্বপূর্ণ হয় তবে অবশ্যই থাকবো। যখন মনে হবে না তখন থাকবো না। যেকোনো ভাবেই যদি আমি দলের হয়ে কাজ করতে পারি সেটা স্বল্পমেয়াদ কিংবা দীর্ঘমেয়াদ কি না আমি জানি না। তবে বিসিবি যেটা ভালো মনে করবে সেটাই করবো।’ এর আগে ২০১৪ সালের ভারত সিরিজ থেকে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন খালেদ মাহমুদ সুজন। তবে তিনি স্থায়ীভাবে দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পাননি। সুজন শুধু জাতীয় দলের ম্যানেজারই নয়, তিনি বিসিবির একজন পরিচালকও। সেই সঙ্গে তিনি আবাহনী ও বিপিএলের দল ঢাকা ডায়নামাইটনের দায়িত্বও পালন করেছেন।