খালেদা-বার্নিকাট দেড় ঘণ্টার বৈঠক

সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসায় তার সঙ্গে সাক্ষাৎ শেষে দেয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে বার্নিকাট বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতামত ও ভাবনা জানতে পারার সুযোগকে আমি সাধুবাদ জানাই।’
তিনি বলেন, ‘গণতন্ত্রের প্রতি বাংলাদেশের অঙ্গীকার দেশটির উন্নয়নে একটি প্রয়োজনীয় ভূমিকা রেখেছে। আমি সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণভাবে তাদের মতামত তুলে ধরার আহ্বান জানাই।’
খালেদা জিয়া ও বার্নিকাটের মধ্যে প্রায় দেড় ঘণ্টা আলোচনা হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের জানান, গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন হতে পারে না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও তাই।
তিনি বলেন, দেশে কী ধরনের শাসনব্যবস্থা চলছে তা বলার অপেক্ষা রাখে না। সরকার উন্নয়নের কথা যতই বলুক, গণতন্ত্র ছাড়া তা টেকসই হতে পারে না। বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
মঈন খান আরও বলেন, মার্কিন রাষ্ট্রদূত চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। দেশের সবশেষ পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদষ্টো রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।