খালেদা পরাজিত সৈনিক : হাছান মাহমুদ
খালেদা পরাজিত সৈনিক : হাছান মাহমুদ
২৬ জুন ২০১৫,শুক্রবার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরাজিত সৈনিক আখ্যায়িত করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গতকাল খালেদা জিয়া জামায়াতের ইফতার পার্টিতে গিয়েছেন। ইফতারের পর তিনি সেখানে গিয়ে হাজির হন। যুদ্ধাপরাধীদের সহযোগী ও যুদ্ধাপরাধীদের পাশে বসে তিনি প্রমাণ করেছেন, জামায়াতের পাশে তিনি আছেন। খালেদা জিয়া বিএনপি ছাড়তে পারলেও জামায়াত ছাড়তে পারবেন না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, ইউরোপীয় ইউনিয়ন আপনাকে প্রকাশ্যে জামায়াত ছাড়ার কথা বলেছেন। সমগ্র পৃথিবী আপনাকে জামায়াত ছাড়ার কথা বলেছেন। আপনার দলের নেতারাও জামায়াত ছাড়ার কথা বলছেন। এরপরও আপনি যখন জামায়াতের পাশে গিয়ে বসেন তখন মনে হয় আপনি বিএনপি ছাড়তে পারলেও জামায়াত ছাড়তে পারবেন না।
দেশ এখন পুলিশী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আসলে বিএনপি নেত্রী চান না যে, পুলিশ পেট্রল বোমাবাজদের গ্রেফতার করুক।