খালেদা জিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মিথ্যাচার করছেন : নানক
আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মুক্তিযুদ্ধ,যুদ্ধে হতাহত ও ইতিহাস নিয়ে প্রায়ই মিথ্যাচার করছেন।
দেশের স্বাধীনতাকে মানতে পারেন নি বলেই বিএনপি মিথ্যাচার করে থাকে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ধরনের মিথ্যাচার করে থাকে।
রবিবার রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নানক বলেন, বর্তমান সরকার ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি করে দেশের শিক্ষার প্রসার ঘটিয়েছে,যা পৃথিবীর অনেক দেশেই বিরল।
কলেজের অধ্যক্ষ একেএম রেজাউল করিম এর সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব, সাংবাদিক মোস্তফা ফিরোজ প্রমুখ।