খালেদা জিয়া মঙ্গলবার লন্ডন যাচ্ছেন

11/09/2015 4:56 pmViews: 5
খালেদা জিয়া মঙ্গলবার লন্ডন যাচ্ছেন

 

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার লন্ডন যাচ্ছেন। লন্ডনের পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশে সফরের কথা রয়েছে তার। গত মাসে তার লন্ডনে যাওয়ার কথা থাকলেও নানা কারণে যাওয়া হয়নি।

জানা গেছে, খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশে লন্ডন যাচ্ছেন। বিএনপির পক্ষ থেকে এমন কথা বলা হলেও এর রাজনৈতিক গুরুত্ব নিয়েই বেশি আলোচনা হচ্ছে। অবশ্য খালেদা জিয়ার এই সফরকে ব্যক্তিগত সফর উল্ল্যেখ করে বিএনপির শীর্ষ নেতারা বিষয়টি নিয়ে মন্তব্য করছেন না ।

এদিকে খালেদা জিয়ার লন্ডন সফরের কারণে কোরবানির ঈদের পর দুর্নীতির দুই মামলার হাজিরার তারিখ দেয়ার জন্য বিচারকের কাছে আবেদন করেছিলেন চেয়ারপারসনের আইনজীবীরা। তবে বিচারক ১৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। বিচারক জানান, খালেদা জিয়াকে আদালতে হাজিরা দিতে হবে না। আইনজীবিরা হাজিরা দিলেই চলবে।

সূত্র জানিয়েছে, মঙ্গলবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। ঈদের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে। এরপর ভারত সফরের কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সনের।

Leave a Reply