‘খালেদা জিয়া ছাড়া নির্বাচনী তফসিল মানবে না বিএনপি’

05/11/2013 2:59 pmViews: 8

bnp-প্রতিবেদক : বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচনী তফসিল বিএনপি মানবেনা। তাই আজকের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে সংবিধান সংশোধনের দাবি জানান তিনি।

মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির এক সমাবেশে একথা বলেন তিনি। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সকালে হরতালের সমর্থনে সংসদ ভবন এলাকায় বিএনপির ১২ জন সাংসদ মিছিল ও সমাবেশ করেন।

বর্তমান রাজনৈতিক সংকট কাটাতে রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ।

সকাল সাড়ে দশটার দিকে বিরোধীদলীয় চিফ হুইপের নেতৃত্বে বিএনপি দলীয় সংসদ সদস্যরা মিছিল শেষ করে সংসদ ভবনের দক্ষিণ গেট গিয়ে যাবার চেষ্টা করেন। এ সময় ভবনের সামনে দিকে হরতালের বিপক্ষে সংসদ সদস্য অপু উকিলের নেতৃত্বে আওয়ামী যুব মহিলা লীগের একটি মিছিল আসতে থাকলে বিএনপি দলীয় সংসদ সদস্যরা সংসদ ভবনের ভিতরে চলে যান। যুব মহিলা লীগের সদস্যরা মিছিল সহকারে সংসদ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এই ঘটনায় বিরোধী দলীয় চিফ হুইপ ও সরকার দলীয় এমপি অপু উকিল সাংবাদিকদের কাছে পাল্টাপাল্টি বক্তব্য দেন।

বিরোধী দলীয় চিফ হুইপ তাত্ক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, এই সরকার মুখে গণতন্ত্রে কথা বলছে অন্যদিকে মহিলাদের হাতে লাঠি দিয়ে নির্বাচিত সংসদ সদস্যদের উপর আক্রমণ করার চেষ্টা করছে। এর মাধ্যমেই প্রমাণিত হয় এই সরকারের অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তাই দাবি করছি যারা পুলিশের সামনে বহিরাগতদের দিয়ে আমাদের উপর অক্রমণের চেষ্টা চালিয়েছে তাদের অবিলম্বের গ্রেফতার করতে হবে।
এ সময় অপু উকিল বলেন, আমরা জেনেছি খুনি খালেদা জিয়া ও তারেক জিয়া শেখ হাসিনাকে খুনের মিশন নিয়ে তাদের এই সংসদ চত্ত্বরে ঢুকিয়েছে। যুব মহিলা লীগ এর প্রতিবাদে এখানে এসেছে। তাদের ধরে আইনের আওতায় আনবার জন্য এই সমাবেশ করেছে বলে মন্তব্য করেন তিনি।।

Leave a Reply