খালেদা জিয়া এবং শিমুলের সুচিকিৎসা ও মুক্তি দাবি

01/08/2018 11:00 amViews: 22
খালেদা জিয়া এবং শিমুলের সুচিকিৎসা ও মুক্তি দাবি
 
খালেদা জিয়া এবং শিমুলের সুচিকিৎসা ও মুক্তি দাবি
৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ গতকাল এক বিবৃতিতে অবিলম্বে আদালতের প্রতি সরকারের নগ্ন হস্তক্ষেপ বন্ধ, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া নানাবিধ গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। তাকে রাখা হয়েছে পরিত্যক্ত ও নির্জন একটি কারাগারে। তার মামলা, জামিন ও চিকিৎসা নিয়ে যে ধরনের নেতিবাচক, কুৎসিত ও প্রতিহিংসামূলক তৎপরতা আমরা দেখছি তা খুবই দূর্ভাগ্যজনক।
নেতৃবৃন্দ একইসাথে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের ন্যাক্কারজনক ও হিংসাত্মক আচরণ বন্ধ করে তার সুচিকিৎসা এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন। তারা বলেন, শিমুল বিশ্বাস ডায়াবেটিস, কিডনি, চোখের রোগসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত। আশঙ্কাজনকভাবে তার দৈহিক ওজন কমে গেছে। কারাগারে তার কোন সুচিকিৎসাই হচ্ছে না। বারবার আবেদনের পরে আদালত তার সুচিকিৎসার নির্দেশ দিলেও কারাকর্তৃপক্ষ এ ব্যাপারে তেমন কোন গুরুত্ব দিচ্ছে না। এখন পর্যন্ত তার চিকিৎসার ব্যাপারে যথাযথ কোন ব্যবস্থাই করা হয় নাই। একইভাবে তার মামলা ও জামিন নিয়েও টালবাহানা করা হচ্ছে। তাকে ঢাকার বাইরে নারায়ণগঞ্জ কারাগারের একটি নির্জন সেলে রাখা হয়েছে। কারাবিধি অনুযায়ী তার পরিবার ও আত্মীয়স্বজনকেও তার সাথে দেখা করতে দেয়া হচ্ছে না।
নেতৃবৃন্দ একইসাথে ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ সকল রাজবন্দীকে হয়রানী না করে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন- আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফ উদ্দিন আহমেদ মনি, খন্দকার লুৎফর রহমান, সালাহউদ্দিন তরুন এবং আসাদুর রহমান আসাদ।

Leave a Reply