খালেদা জিয়া অবসর নিলে জনগণ উপকৃত হবে: হাছান মাহমুদ

08/04/2016 7:16 pmViews: 6
খালেদা জিয়া অবসর নিলে জনগণ উপকৃত হবে: হাছান মাহমুদ
 
খালেদা জিয়া অবসর নিলে জনগণ উপকৃত হবে: হাছান মাহমুদ
বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া রাজনীতি থেকে অবসর নিলে দেশের জনগণ উপকৃত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, কয়েকদিন আগে বিএনপি নেত্রী যেদিন আদালতে আত্মসমর্পণ করতে গিয়েছিলেন সেদিন উনার আইনজীবীরা আদালতের কাছে বেগম জিয়া জামিন চেয়েছিল এবং বিজ্ঞ আদালত বিএনপি চেয়ারপারসনের বয়স, অসুস্থতা ইত্যাদি বিবেচনায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। তাই আমি মনে করি বিএনপি নেত্রীর উচিত হবে তার বয়স এবং অসুস্থতার কথা চিন্তা করে রাজনীতি থেকে অবসর নেয়া। এতে দেশের জনগণ যেমন উপকৃত হবে আমার মনে হয় পাশাপাশি তার দল বিএনপিও উপকৃত হবে।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বাংলাদেশ ইসলামিক পার্টির ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত এক আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ সকল মন্তব্য করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মোহাম্মদ এরশাদ।

‘একদিন সবকিছুর বিচার হবে’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, আমরা আশা করেছিলাম ভারমুক্ত হওয়ার পরে ফখরুল সাহেবের কথাবার্তায় পরিবর্তন আসবে কিন্তু তা হয়নি। রাজনীতি হলো একটি ব্রত যা মানুষের কল্যাণের স্বার্থে। কিন্তু বিএনপি দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় যেতে চেয়েছিল। জামাতকে সাথে নিয়ে তারা দেশের মানুষকে অবরুদ্ধ করে রেখেছিল। পেট্রোলবোমা নিক্ষেপের মাধ্যমে তারা যেভাবে জনগণের উপরে নৃশংসতা চালিয়েছিল তা স্মরণকালের যে কোন ববর্রতাকে হার মানায়। বেগম জিয়াসহ যারা এই নারকীয় কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন তাদের বিচার এ দেশের মাটিতে অবশ্যই হবে।

Leave a Reply