খালেদা জিয়ার সাথে বৈঠক শেষে অস্ট্রেলীয় হাইকমিশনার,’রাজনৈতিক দলগুলোকে একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হবে’
ঢাকা : বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোকে একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার গ্রেগ উইলকক।
মার্কিন যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী ৯ রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এ দলের নেতৃত্ব দিয়েছেন ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
মঙ্গলবার রাতে প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে খালেদা জিয়ার কার্যালয় থেকে বেরিয়ে যান তারা। পরে বৈঠকের বিষয়ে কার্যালয়ের সামনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন অস্ট্রেলীয় হাইকমিশনার।
এসময় তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্থিতিশীলতা দরকার। একই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য চলমান সহিংসতা বন্ধ করতে হবে।
বৈঠকের বিষয়ে ঢাকাস্থ এ কূটনীতিক আরো বলেন, গত ১ মার্চ আমরা চলমান রাজনৈতিক সংকট নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলাম। বৈঠকের বিষয় নিয়ে খালেদা জিয়ার সাথে আলোচনা হয়েছে।
সেই বৈঠকের ধারাবাহিকতায় মঙ্গলবারের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে রাষ্ট্রদূতদের নিয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসযোগে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট।
প্রায় দুই ঘণ্টা বৈঠক করে কার্যালয় থেকে ৮টা ৪০ মিনিটে বের হয়ে যান তারা।
বৈঠকে বিশ্বের প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইংল্যান্ড, জাপান, ফ্রান্স, জার্মানি অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও ইতালির রাষ্ট্রদূতরা। এসময় আরো উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি বলে জানা গেছে।