খালেদা জিয়ার সাথে দেখা করলেন কারামুক্ত অর্ধশত নেতাকর্মী
খালেদা জিয়ার সাথে দেখা করলেন কারামুক্ত অর্ধশত নেতাকর্মী
বিএনপি চেয়ারপারসন বেগম খলেদা জিয়ার সাথে সাক্ষাত করেছেন দলের সদ্য কারামুক্ত অর্ধশত নেতাকর্মী। এ সময় খালেদা জিয়া নেতাকর্মীদের খোঁজ নেন।
শনিবার রাতে গুলশান কার্যালয়ে সদ্য কারামুক্ত দলের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর নেতৃত্বে রংপুর, নেত্রকোনার মোহনগঞ্জ ও চট্টগ্রামের প্রায় অর্ধশত নেতাকর্মী চেয়ারপারসনের সাথে সাক্ষাত করেন। তারা খালেদা জিয়াকে ফুলের তোড়া তুলে দেন। এসময় বিএনপি প্রধান কারাবন্দি নেতাকর্মীরা কেমন আছেন, জানতে চান। জবাবে শামসুজ্জামান দুদু বলেন, কারাগারে সেবার মান নেই। ভীষণ কষ্টে দিনপার করছেন বন্দিরা। তবে শারিরীকভাবে কিছুটা দুর্বল হলেও মানসিকভাবে ঠিকই আছেন।
আইনি লড়াই করে ফেরত আসতে পারার জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান খালেদা জিয়া। একই সাথে বন্দি নেতাকর্মীদের মুক্তির জন্য চেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।
শামসুজ্জামান দুদু ছাড়াও সাক্ষাতের সময় অন্যদের মধ্যে ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহসভাপতি এনামুল হক এনাম, নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান মাসুম প্রমুখ।