খালেদা জিয়ার সাজা হলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে : খন্দকার মাহবুব

খালেদা জিয়ার সাজা হলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে মন্তব্য করে প্রবীন আইনজীবী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হলে এদেশের জনগণ মেনে নেবে না। যেদিন তাকে সাজা দেয়া হবে সেদিন থেকেই সরকারের বিদায় ঘন্টা বেজে উঠবে বলে তিনি মন্তব্য করেন। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক নাগরিক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা এবং চার্জশিট প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী নাগরিক দল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মো: ওমর ফারুক পীর সাহেব।
আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ ইকবাল, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, শাহজাহান মিয়া স¤্রাট, মুসলিম লীগের আকবর হোসেন পাঠান, লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, রকিবুল ইসলাম রিপন, কাদের সিদ্দিকী প্রমুখ।
খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়ার তার মামলা নিয়ে উদ্বিন নন। কারণ তিনি জানেন এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। সুতরাং এ নিয়ে তিনি টেনশন করেননা।
তিনি বলেন, আজকে দেশে কী হচ্ছে? শুধু দুর্নীতি আর মানি লন্ডারিং। কিন্তু মামলা হচ্চে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে। তবে আল্লাহর রহমতে তিনি দুর্নীতির মামলা থেকে খালাস পেয়েছেন। আপিল বিভাগেও তিনি খালাস পাবেন।
বর্তমান অবৈধ সরকারের আমলে টাকা পাচারের প্রসঙ্গে মাহবুব হোসেন বলেন, বর্তমান অবৈধ সরকারের আমলে বহু টাকা বিদেশে এবং সুইস ব্যাংকে পাচার হয়েছে। পত্রিকার খবর অনুযায়ী ২০১৫ সালে ২০০ কোটি টাকার বেশি পাচার হয়েছে। যারা এসব টাকা পাচার করেছে তাদের নামের তালিকা নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য দাবি জানান তিনি।
বেগম জিয়ার মামলা প্রসঙ্গে তিনি বলেন, জুলুমবাজ ও মামলাবাজ সরকারের পতন ঘটাতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। সরকারের অন্যায় থেকে মুক্তি পেতে হলে সব গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। আর খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া হলে দেশের জনগণ মানবেনা। বরং যেদিন সাজা দেয়া হবে সেদিন থেকেই অবৈধ সরকারের বিদায় ঘন্টা বেজে উঠবে।