খালেদা জিয়ার সমাবেশ আজ সিলেটে, ব্যাপক প্রস্তুতি

04/10/2013 7:21 pmViews: 12

পথে পথে সংবর্ধনা

3423_khaleda-ziaশরীফুল ইসলাম, সিলেট থেকে ॥ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আজ শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ছাড়াও জোটের শরিক দলের শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন। জনসভা মঞ্চে যাওয়ার আগে তিনি হযরত শাহজালাল (রহ) ও হযরত শাহপরান (রহ) মাজার জিয়ারত করবেন। রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে শুক্রবার বিকেল ৫টা ৩৫ মিনিটে রওনা দিয়ে রাত সাড়ে ১১টার দিকে সিলেটে পৌঁছেন খালেদা জিয়া। তিনি সিলেট সার্কিট হাউসে পৌঁছলে আগে থেকেই সেখানে অবস্থান নেয়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, জনসভা প্রস্তুতি কমিটির সদস্যসচিব সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর সভাপতি এম এ হক তাকে শুভেচ্ছা জানান। তিনি সার্কিট হাউসে রাত কাটান। জনসভা সফল করার লক্ষ্যে বৃহত্তম সিলেট বিভাগজুড়ে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। বিএনপি ও জোটের নেতাকর্মীরাও বসে নেই। স্মরণকালের জনসভা করার জন্য প্রস্তুতি নিয়েছে দল ও জোট।
শুক্রবার খালেদা জিয়া ঢাকা থেকে সিলেট আসার পথে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে ব্যাপক সংবর্ধনা পেয়েছেন। দলীয় নেত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেন আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীরা। শুধু ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ৫৭ কিলোমিটার অংশে নেত্রীকে স্বাগত জানাতে নির্মাণ করা হয় দুই শতাধিক তোরণ। একই সঙ্গে সড়কের দুই পাশে স্থাপন করা হয় কয়েক হাজার বিলবোর্ড এবং ব্যানার-ফেস্টুন। পাশাপাশি নেত্রীর কাছে নিজেদের জনপ্রিয়তা তুলে ধরতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ব্যাপক লোকসমাগম করেন সম্ভাব্য প্রার্থীরা। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে বিএনপি অংশ নেবে না। এখনও সিদ্ধান্ত হয়নি কোন পদ্ধতিতে নির্বাচন হবে। এর পরও দলের মনোনয়নপ্রত্যাশী নেতারা খালেদা জিয়ার নজরে পড়ার জন্য ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে শুভেচ্ছা জানান। প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে পথে পথে দলের নেতাকর্মী ও উৎসুক জনতার ঢল নামে। নেতাকর্মী ফুল ছিটিয়ে স্বাগত জানায় নেত্রীকে। খালেদা জিয়াও হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। এক কথায় বলতে গেলে খালেদা জিয়ার জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন নির্বাচনী এলাকায় বইছে নির্বাচনী আমেজ। দলীয় নেতাকর্মীদের মতে, তাদের এই আয়োজন নেত্রীর প্রতি আনুগত্য প্রদর্শন।
নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি সোচ্চার। ওই দাবিতে চূড়ান্ত আন্দোলনের আগে বিভাগীয় পর্যায়ে জনসভা করছেন তিনি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে কখনও সুষ্ঠু, অবাধ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এই দাবি গ্রামগঞ্জের সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন বিরোধীদলীয় নেতা।
সিলেটের উদ্দেশে রওনা দেয়া তাঁর গাড়িতে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। খালেদা জিয়ার গাড়িবহর বনানী, ফার্মগেট, কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, সায়েদাবাদ হয়ে নরসিংদী সিলেট মহাসড়কে পৌঁছলে হাজার হাজার নেতাকর্মী শুভেচ্ছা জানান। সায়েদাবাদ-যাত্রাবাড়ীতে সালাউদ্দিন আহমেদ, নবীউল্লাহ নবী, নারায়ণগঞ্জের ডেমরা, কাঁচপুরে তৈমুর আলম খন্দকার, কাজী মনিরুজ্জামান মনির, আড়াইহাজারে আতাউর রহমান আঙুর, এএম বদরুজ্জামান খসরু, রূপগঞ্জে পৌর মেয়র সফিকুল ইসলাম চৌধুরী ও কাঞ্চন পৌরসভার মেয়র মজিবুর রহমান ভূইয়া, নরসিংদীর মাধবদীতে রাজীবুর আলম রাজীব, শেখেরচরে ওলামা দলের সভাপতি মাওলানা রবিউল আলম, নরসিংদীর তারাবো, পাঁচদোনামোড়, ইটাখোলায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভেলানগরে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ব্যানার ফেস্টুন নিয়ে নেত্রীকে শুভেচ্ছা জানান। নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে পৌঁছলে এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার ও দল থেকে বহিষ্কৃত প্রয়াত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা সেøাগান দিয়ে তাদের নেত্রীকে অভিনন্দন জানান। নরসিংদীতে তোরণ নির্মাণ প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন শিবপুর থেকে মনোনয়নপ্রত্যাশী সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী এবং রায়পুরার ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জামালউদ্দিন চৌধুরী।
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, নেত্রীর সিলেটের বিশাল জনসভাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে, এটা তারই অংশ।
রাতে খালেদা জিয়া কিশোরগঞ্জের ভৈরবে পৌঁছান। ভৈরবের আবেদিন হাসপাতালের কাছে বালুর মাঠ, এ সময় জেলা সভাপতি ফজলুর রহমান, সহসভাপতি শরীফুল আলম, ভৈরব থানার সভাপতি রফিকুল ইসলামসহ হাজার হাজার নেতাকর্মীদের ধানের শীষ হাতে নিয়ে সেøাগান দিতে দেখা যায়।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বি-বাড়িয়া সদর, সরাইল, আশুগঞ্জ, নবীনগর, কসবা, আখাউড়া, নাসিরনগর, বিজয়নগরসহ সব ইউনিয়নের জাতীয়তাবাদী নেতাকর্মী, এলাকার সাধারণ নারী-পুরুষ জড়ো হন। বিশ্বরোডের আশপাশের এলাকা রঙিন ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে যায়। এই এলাকার রাস্তায় প্রায় অর্ধ শ’ তোরণ নির্মাণ করা হয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য। জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট হারুন আল রশীদ, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঞার নেতৃত্বে নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুরে পৌঁছলে এ এলাকায় পথে পথে তাঁকে দেয়া হয় ব্যাপক সংবর্ধনা। দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক লোকজন সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে সেøাগান দেয়। তাদের হাতে ছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত পোস্টার।
জনসভা ও খালেদা জিয়ার সিলেট আগমনকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও তোরণে ছেয়ে গেছে গোটা সিলেট শহর। অবিরাম মাইকিংয়ের পাশাপাশি চলছে ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা। সিলেটে অতীতের যে কোন জনসভার রেকর্ড ভঙ্গ করে স্মরণকালের বৃহৎ জনসভায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতারা। খালেদা জিয়া জনসভা থেকে আন্দোলনের দিকনির্দেশনা দিতে পারেন বলে জানিয়েছেন আয়োজকরা। জনসভা সফল করতে গঠন করা হয়েছে ১২টি উপকমিটি। বিভাগের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা হচ্ছে। মহানগরের ২৭টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে কর্মসূচী পালিত হচ্ছে। কর্মসূচীর মধ্যে নগরে প্রতিদিন গণসংযোগ, লিফলেট বিতরণ, প্রচার মিছিল ও সব ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়ে পথসভা হয়। নগরীর অলিগলিতে লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড এবং নির্মাণ করা হয়েছে তোরণ। সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা থেকে নেতাকর্মী ছাড়াও দলের সমর্থকরা জনসভায় যোগ দেবেন। সেই প্রস্তুতি নিয়েই জনসভার আয়োজন করা হচ্ছে বলে বিএনপি নেতারা জানান। এ ছাড়াও জনসভাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে এক হাজার সদস্যের বিশেষ টিম গঠন করা হয়েছে। লাগানো হয়েছে একাধিক সিসি টিভি। খালেদা জিয়া সিলেটের জনসভায় সিলেটের স্থানীয় কয়েকটি ইস্যু বিশেষ করে ইলিয়াস আলী গুমের বিষয়ে বক্তব্য দেবেন।

Leave a Reply