খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ

18/05/2016 8:49 pmViews: 15
খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ
খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বুধবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সূচিত এই সাক্ষাৎ অনুষ্ঠান প্রায় ঘন্টাব্যাপী স্থায়ী হয়। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেকের এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তিনি (ব্লেক) বাংলাদেশে আসার পর বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে এই প্রথম সাক্ষাৎ করলেন।’ হাইকমিশনার অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন বলে সাক্ষাতে দেরি হয়েছে বলে জানান সাবিহ উদ্দিন।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি এলিসন ব্লেক বিদায়ী হাইকমিশনার রবার্ট গিবসনের স্থলাভিষিক্ত হন।

Leave a Reply