খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলেন জার্মান রাষ্ট্রদূত

06/01/2014 9:28 pmViews: 9

 

 

বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কোনসে। সোমবার রাত সাড়ে ৭টার দিকে তিনি বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণার পর থেকে বেগম খালেদা জিয়ার ওপর নজরদারি বৃদ্ধি এবং ২৬ ডিসেম্বর থেকে ১২ দিন ধরে তাকে গুলশানের নিজ বাসভবনে অবরুদ্ধ করে রেখেছে সরকার। এ সময়ের মধ্যে দেশের প্রধান বিরোধী দলের শীর্ষ এ নেতাকে তার বাসার বাইরে বের হতে দেয়া হয়নি এবং বাসার ভেতরেও কোন নেতাকর্মীদের ঢুকতে দেয়া হয়নি।

Leave a Reply