খালেদা জিয়ার সঙ্গে ইইউ সংসদীয় দলের বৈঠক মঙ্গলবার
: ঢাকা সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সন্ধ্যা ৬টায় এ সাক্ষাৎ হবে বলে কার্যালয় সূত্রে জানা গেছে।
৬ সদস্যের এ প্রতিনিধি দলের দু’জন সোমবার বিকালে ঢাকায় এসে পৌঁছান। বাকিরা রাতে পৌঁছার কথা রয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত কমিটির ভাইস-প্রেসিডেন্ট রোমানিয়ার ক্রিস্টিয়ান ড্যান প্রেদা।
প্রতিনিধি দলটি চলমান রাজনৈতিক অস্থিরতা, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিচারবহির্ভূত হত্যা, আইনের শাসন, শিল্প খাতে শ্রম অধিকারসহ সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাগরিক সমাজ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।