খালেদা জিয়ার লাল পাসপোর্ট জমা দিয়ে নতুন পসপোটের আবেদন

16/05/2014 8:21 amViews: 7

 

চলে গেল খালেদা জিয়ার লাল পাসপোর্ট

 

লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্টের জন্য আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য তিনি বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে যান।

 

বিকেল ৪টা ২০ মিনিটে গুলশানের বাসভবন থেকে আগারগাঁয়ের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। বিকাল ৪ টা ৪০ মিনিটে তিনি পাসপোর্ট অফিসে পৌঁছান। এরপর বিকেল ৫টা ৭ মিনিটে তিনি আগারগাঁও থেকে গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা দেন।

 

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সাংবাদিকদের বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী হিসেবে লাল পাসপোর্ট ব্যবহার করেছেন। যেহেতু এখন কোনো রাষ্ট্রীয় পদে নেই, তাই লাল পাসপোর্ট জমা দিতে তিনি পাসপোর্ট অফিসে এসেছিলেন।”

 

লাল পাসপোর্ট ব্যবহারের জন্য সরকারের কাছে আবেদন করা হবে কিনা -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এর চেয়ে বড় বড় অনেক কিছুই তো সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার পাওয়ার কথা ছিল। সেগুলো থেকেই সরকার তাকে বঞ্চিত করেছে। লাল পাসপোর্ট তো তেমন কোনো ব্যাপার না। তাই লাল পাসপোর্টের জন্য আবেদন করা হবে না।”

 

খালেদার আগমন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকেই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাসপোর্ট অফিস ঘিরে অবস্থান নেয়।

 

উল্লেখ্য, ১৯৯১ সালে সরকার গঠনের পর থেকে বেগম খালেদা জিয়া লাল পাসপোর্ট ব্যবহার করে আসছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। ফলে খালেদা জিয়া জাতীয় সংসদে বিরোধীদলের নেতা কিংবা কোনো পদে নেই। ফলে লাল পাসপোর্ট পরিবর্তন করে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) করাতে হচ্ছে তাকে।

পাসপোর্ট অফিসে বিএনপি চেয়ারপারসনের সাথে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া ও ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।

Leave a Reply