খালেদা জিয়ার লন্ডনে সফর আপাতত স্থগিত

13/08/2015 4:16 pmViews: 3
খালেদা জিয়ার লন্ডনে সফর আপাতত স্থগিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়া অনিশ্চিত। দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কাল-পরশুর মধ্যে বেগম জিয়ার লন্ডনে যাওয়ার কথা থাকলেও আপাতত তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

জানা গেছে, চোখের চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শুক্রবার রাতে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে যাত্রা করার কথা ছিলো।

এ জন্য গত মঙ্গলবার তিনি ভিসা সেন্টারে গিয়ে ফিঙ্গারপ্রিন্টসহ যাবতীয় প্রক্রিয়া শেষ করেন। ইতোমধ্যে যুক্তরাজ্যের ভিসাসহ সফরের যাবতীয় প্রস্তুতিও প্রায় চূড়ান্ত। বুধবার দুপুরে ব্রিটিশ হাইকমিশন থেকে  খালেদা জিয়ার ব্রিটিশ ভিসাযুক্ত পাসপোর্ট সংগ্রহ করেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দীন আহমেদ।সফর বিলম্বিত হওয়ার বিষয়টি লণ্ডনে চিকিৎসকদের নির্দেশনার ওপর নির্ভর করছে বলে একটি সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে রমজান মাসে সৌদি আরবে ওমরার জন্য প্রস্তুতি নিয়েও হুট করে সফর বাতিল করেন খালেদা জিয়া।

দলের একটি সূত্র জানায়, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বেগম খালেদা জিয়ার লন্ডন সফর স্থগিতের অন্যতম কারণ। বুধবার রাতেই তিনি এ সিদ্ধান্ত নেন। এর আগে তিনি ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন।

Leave a Reply