‘খালেদা জিয়ার রূপরেখা পশ্চাদমুখী, গ্রহণযোগ্য নয়’
প্রতিবেদক : অন্তর্বর্তী সরকার নিয়ে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার রূপরেখাকে ব্যক্তিগত বিদ্বেষপ্রসূত ও পশ্চাদমুখী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়ার রূপরেখা তত্ত্বাবধায়ক সরকারের অনুরূপ। এতে নতুন কিছু নেই। তাই এটি গ্রহণযোগ্য নয়।
হানিফ বলেন, ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তত্কালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া অভিযোগ তুলেছিলেন। তিনি ওই সরকারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছিলেন। আর ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারও বিতর্কিত ছিল। খালেদা জিয়া বিতর্কিতদের নিয়ে আবার বিতর্ক সৃষ্টি করতে চান। তার এ বক্তব্য আমাদের কাছে অবাক লেগেছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া অনেক ভালো ও শালীন ভাষায় কথা বলেছেন। কিন্তু ১৫ আগস্টে জাতীয় শোক দিবসে জণ্ডদিন পালন কতটা শালীনতার মধ্যে পড়ে তা ভেবে দেখার বিষয়।
হানিফ আরও বলেন, বিরোধীদলীয় নেত্রী তার কৃতকর্মের জন্য ভুল স্বীকার করেছেন। কিন্তু তিনি কী কী ভুল করেছেন সেটা উল্লেখ করেননি।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এখনও সময় আছে। প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন, আশা করি ১৮ দল তাতে ইতিবাচক সাড়া দেবে।
অন্যদিকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও বলেছেন একই কথা। তিনি বলেন, ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দ’ুদলই আপত্তি ও কারচুপির অভিযোগ তুলেছে। অন্তর্বর্তী সরকার বিষয়ে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার দেয়া রূপরেখা সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক। তাই এ রূপরেখা গ্রহণযোগ্য নয়।
এদিকে আগামী দু-একদিনের মধ্যে আওয়ামী লীগ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার রূপরেখার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বলে জানান দলটির এক মুখপাত্র।