খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় বিধিনিষেধ প্রত্যাহার চায় বিএনপি: নজরুল ইসলাম খান
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার উপর বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি।
সোমবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ দাবি জানান।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
নজরুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ। দেশের যেকোনো মানুষের মতো এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের মতোই তাকেও চিকিৎসার জন্য প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ দেয়ার দাবি জানাচ্ছি আমরা।
এ ব্যাপারে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেটা যেন দ্রুত প্রত্যাহার করা হয় সেই দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, করোনা পরীক্ষায় গত ১১ এপ্রিল পজিটিভ রিপোর্ট আসে খালেদা জিয়ার। ১৫ এপ্রিল তার সিটি স্ক্যান করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার শ্বাসকষ্ট অনুভব হলে সিসিইউতে স্থানান্তর করা হয়। সিসিইউতে থাকা অবস্থায় ২৮ মে বেগম খালেদা জিয়া জ্বরে আক্রান্ত হন। পরে তাকে নতুন চিকিৎসা দেয় মেডিক্যাল বোর্ড।