‘খালেদা জিয়ার বিচারের কথা যারা বলছে তাদের বিচার হবে’
‘খালেদা জিয়ার বিচারের কথা যারা বলছে তাদের বিচার হবে’
১৩ জুলাই ২০১৫, সোমবার
যারা খালেদা জিয়ার বিচারের কথা বলছেন, ভবিষ্যতে তাদেরই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র ড. আসাদুজ্জামান খান রিপন। তিনি বলেন, যে অভিযোগে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের কথা বলা হচ্ছে তা ভিত্তিহীন। তবে ট্রাইব্যুনাল গঠনের কথা যারা বলছে, যারা বিচারের জন্য তদবির করছে তাদেরকেই পরবর্তীতে বিচারের আওতায় আনা হবে। খালেদা জিয়ার বিশেষ ট্রাইব্যুনালে বিচার প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।
আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একজন মন্ত্রী নিয়মিত মন্ত্রণালয়ে আসেন না বলে তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দেয়া হলো। অথচ সরকারের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা এখনও বহাল আছেন, যা শোভনীয় নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।