“খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন”

25/12/2013 6:51 amViews: 5

খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনবিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিরোধীদলীয় নেতার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবিতে আগামী ২৯ ডিসেম্বর সারাদেশ থেকে জাতীয় পতাকা হাতে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণার পর ওই দিন রাতেই তার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলো।

Leave a Reply