‘খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার কিছু নেই’

25/01/2016 4:21 pmViews: 4
‘খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার কিছু নেই’
 
'খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার কিছু নেই'

ফাইল ছবি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার কিছু নেই। বরং তিনি সঠিক বক্তব্য দিয়েছেন। ফৌজদারি দণ্ডবিধির ১২৪(ক) ধারায় রাষ্ট্রদ্রোহের যে সংজ্ঞা রয়েছে, খালেদা জিয়ার বক্তব্য তার মধ্যে পড়ে না।’ তিনি বলেন, ‘ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সরকারকে উত্খাতের জন্য জঙ্গি কার্যক্রম করলে রাষ্ট্রদ্রোহ হয়। কিন্তুএই জিনিসটি এখানে করা হয়নি।’ রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন খন্দকার মাহবুব।
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সঠিক সংখ্যা নির্ণয় হওয়া দরকার। কেননা যাঁদের রক্তে এ দেশ রঞ্জিত হয়েছে, তাঁদের তালিকা না থাকাটা লজ্জাকর বিষয়। মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের বিষয়ে সঠিক তথ্য থাকলে তাঁদের পরিবারের জন্য সাহায্য সহযোগিতা করা যায়।’
খন্দকার মাহবুব বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধে শহীদদের বিষয়ে সঠিক তথ্য নিশ্চিত করা হবে। এ বিষয়টি বিএনপির আগামী নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।’

Leave a Reply