খালেদা জিয়ার অসুস্থতার আবর্তেই ঘুরছে বিএনপির রাজনীতি: তথ্যমন্ত্রী
খালেদা জিয়ার অসুস্থতার আবর্তেই ঘুরছে বিএনপির রাজনীতি: তথ্যমন্ত্রী
‘খালেদা জিয়ার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথাসহ অসুস্থতার আবর্তেই বিএনপি ও ঐক্যফ্রন্টের রাজনীতি ঘুরছে’, বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ায় আয়োজিত গণসংবর্ধনা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জল ঘোরা করে খান মন্তব্য করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য সোমবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে স্থানান্তর করা হয়েছে। একমাস আগে থেকেই সেখানে খালেদা জিয়ার জন্য দুইটি কেবিন বরাদ্দ রাখা আছে। কিন্তু মির্জা ফখরুল ইউনাইটেড হাসপাতাল ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা করাবেননা বলেই স্থির ছিল। শেষ পর্যন্ত আজকে গেলেন। গাধা জল ঘোলা করে খায়। মির্জা ফখরুল ও তাদের নেত্রীর ক্ষেত্রেও তাই ঘটেছে। অথচ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকেও ইউনাইটেড কিংবা স্কয়ার হাসপাতালে নেওয়া হয়নি। বঙ্গবন্ধু মেডিকেলেই নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে বিশ্বমানের চিকিৎসা হয়েছে বলে সিঙ্গাপুর ও ভারত থেকে আসা বিশ্ববিখ্যাত চিকিৎসকরা মন্তব্য করেছেন। আবার আজকে মির্জা ফখরুল কথা ঘুরিয়ে বলেছেন, সেখানে যেন ‘ভালো’ চিকিৎসা হয়’।
তারেক জিয়ার মামলা নির্ভরতা কমিয়ে বিএনপিকে গণমূখী রাজনীতি করার আহবান জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘অর্থনীতি, সামাজিক ও স্বাস্থ্যসহ বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের দেশে এখন মাথাপিছু আয় হচ্ছে ১৯’শ ৯ ডলার। কদিন পরে সেটা দুই হাজার ডলার ছাড়িয়ে যাবে। মির্জা ফখরুল যাই বলুক না কেন পাকিস্তানের টেলিভিশনে তাদের বুদ্ধিজীবিরা আক্ষেপ করে বলেছেন বাংলাদেশ সমস্ত কিছুতে পাকিস্তানকে পেছনে ফেলে অনেকদুর এগিয়ে গেছে’।
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্থ বাঙালির হাল ধরেছিলেন। প্রায় তিন কোটি শরণার্থীকে বঙ্গবন্ধু দেশে ফিরিয়ে এনে সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করতে শুরু করেছিলেন। কিন্তু ‘৭৫-এর ভয়াল রাত বাঙালির স্বপ্ন ভেঙে দিয়েছে। বঙ্গবন্ধু চলে গিয়েছেন কিন্তু তার কন্যা ও তার আদর্শে পরিচালিত নেতা-কর্মীদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে’।
আরও পড়ুন: নেতারা বলেছিল প্রবেশপত্র আসবে
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির সভাপতিত্বে ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছাড়াও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, ওয়াসিক আয়শা খাঁন ও খদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম প্রমূখ বক্তব্য রাখেন।