খালেদা জিয়ার অবরুদ্ধ অবস্থা সম্পর্কে স্পষ্ট করার আশ্বাস রাষ্ট্রপতির
ঢাকা: বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া কি অবরুদ্ধ, গৃহবন্দী নাকি আটক এ বিষয়টি স্পষ্ট করার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেট।
শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে ৪৪ মিনিট ব্যাপী বৈঠক শেষে বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবেদিন ফারুক এ কথা জানান। বৈঠকে মৌলিক অধিকার রক্ষার বিষয়েও কথা হয়েছে বলে জানান তিনি।
নির্বাচন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে বিরোধীদলীয় চীফ হুইপ বলেন, নির্বাচন বিষয়ে ১৮ দলীয় জোটের আন্দোলন চলমান।
এর আগে বেলা সাড়ে ৩টার দিকে জয়নুল আবেদিনের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলটি পায়ে হেঁটে বঙ্গভবনে যায়।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন, মো. হারুনুর রশিদ, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার রানু, সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, নিলোফার চৌধুরী মনি ও রাশেদা বেগম হীরা।
বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেন অবরুদ্ধ করে রাখা হয়েছে তা জানতে বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন প্রতিনিধি দলটি।
ওইদিন একই দাবিতে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের সময় চেয়ে আবেদন করা হয়।